কালিগঞ্জে ৬৫০ বোতল ফেন্সিডিল জব্দ

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৭, ১৯:০৮

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় কালিগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

৯ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ৮টায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামের মোহাম্মাদ আলী গাজীর আমবাগানে পুরাতন বিল্ডিংয়ের সামনে থেকে ফেন্সিডিলগুলো জব্দ করা হয়। 

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুনুর রহমান জানান, সোমবার সকালে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক প্রকাশ ঘোষ, উপ-পরিদর্শক ইমদাদুল হক ও সহকারি উপ-পরিদর্শক জাফরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শুইলপুর গ্রামের মোহাম্মাদ আলী গাজীর আমবাগানে পুরাতন বিল্ডিংয়ের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের চাউলের বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। এসময় ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৬৫০ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক আবু জাফর বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।