হাতিয়ায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৭, ১৬:৩৭ | আপডেট: ১১ অক্টোবর ২০১৭, ১৬:৫৯

তাজুল ইসলাম তছলিম

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার মেঘনা নদী থেকে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

১১ অক্টোবর (বুধবার) সকালে তমরদ্দি নৌ ঘাটের পাশে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ডের হাতিয়া স্টেশন অফিসার লে. কমান্ডার ফারুকুল জানান, ১০ অক্টোবর (মঙ্গলবার) রাতভর মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট, নলচিরা, মৌলভীর চরে কোস্টগার্ডের টহল টিম অভিযান চালিয়ে জাল জব্দ করে। তবে, এঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। বুধবার সকালে তমরদ্দি নৌ ঘাটের পাশে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন, ও উপজেলা মৎস্য কর্মকর্তা পিজুষ প্রভাকর উপস্থিত ছিলেন।