চট্টগ্রামে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ আটক ১

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৭, ১৬:২৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ ফারুক (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ অক্টোবর (শুক্রবার) রাত সাড়ে সাতটার দিকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে তিনটি এলজি, দুটি কাটা বন্দুক এবং দুই রাউন্ড গুলি। 

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ফারুক মহেশখালীর জোয়ানক পানির ছড়া গ্রামের মো. ইউছুপের ছেলে। সে পেশাদার অস্ত্র বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।

ওসি আলমগীর হোসেন বলেন, ‘কক্সবাজার থেকে অস্ত্রের একটি চালান ফেনীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসে তল্লাশি করে ফারুককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাস থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।’ এ ঘটনায় অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।