চুয়াডাঙ্গার সোলায়মান আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৭, ১৬:৩২

শামসুজ্জোহা পলাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের বাস টার্মিনাল পাড়ার সোলায়মান হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে দক্ষিণ আফ্রিকার গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোলায়মান আলমডাঙ্গা উপজেলা শহরের বাস টার্মিনাল পাড়ার মৃত কিতাব মন্ডলের ছেলে এবং দক্ষিণ আফ্রিকার আম টার্টার স্টার্ন কেফ শহরের প্রসাধনী ব্যবসায়ী।

দক্ষিণ আফ্রিকার আম টার্টার স্টার্ন কেফ শহরে নিজ বাসার সামনে গত ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহতের ছেলে শিহাব উদ্দীন জানান, গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সময় সন্ধ্যায় সোলায়মান নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় বাসার গেটের সামনে পৌঁছায়। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রায় ১৪ বছর আগে থেকে তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন।

তিনি আরও জানান, ২০১৫ সালে একইভাবে চাচা আরিফ হোসেনকে দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছিল। নিহতের লাশ এ সপ্তাহে দেশে ফিরবেন বলে জানান তিনি।