লক্ষ্মীপুরে উপকূল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৭, ২১:৩৩

৭০ এর ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নিহতের স্মরণে লক্ষ্মীপুরে উপকূল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার সকালে শহরের তমিজ মার্কেট থেকে র‌্যালি শুরু হয়ে নতুন পথ কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সাংবাদিক বেলাল উদ্দিন সাগরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক জেলা বিএমএ সভাপতি ডা: আশফাকুর রহমান মামুন, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি শাহাজাহান কামাল, কার্তিক সেন গুপ্ত, অধ্যাপক আজিজুর রহমান আযম।

বক্তব্য রাখেন, সাংবাদিক মো: রবিউল ইসলাম খান, সাজ্জাদুর রহমান, সানা উল্যা সানু, আলী হোসেন, জুনায়েদ আল হাবিব প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালে ১২ নভেম্বর প্রলয়ঙ্ককরী ঘূর্ণিঝড়ে লক্ষ্মীপুরের উপকূলসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়। বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছে।

এ ছাড়া এখনো বহু উপকূলের বহু মানুষ ঘর-বাড়ি, সম্পদ হারিয়ে মানবেতর জীবন যাপন করছে সেই লক্ষ্যে সরকারি ভাবে প্রতি বছর ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবী জানানো হয়। এসময় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/রিয়াজ