নারায়ণগঞ্জে জামায়াতের আমিরসহ ১৩ নেতাকর্মী আটক

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৭, ১৬:৫৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৭, ১৭:০১

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মাঈনউদ্দিনসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের নিয়ে লেখা বই ও দলীয় কিছু প্রকাশনা জব্দ করা হয়।

১৭ নভেম্বর (শুক্রবার) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত অন্যরা হলো- মাওলানা সাইফুদ্দিন, মানিক বেগ, জামাল উদ্দিন, শাহাবুদ্দিন, বশিরুল হক ভূঁইয়া, নাসির উদ্দিন, সাঈদ তালুকদার, জাহাঙ্গীর দেওয়ান, কফিল উদ্দিন, মাওলানা কাইউম, শহিদ ও জাকির হোসেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন বলেন, শুক্রবার সকালে জেলা জামায়াতের আমির মাঈনউদ্দিন তার বাড়িতে নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। এরপর তল্লাশি করে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেলকে নিয়ে লেখা বই এবং সংগঠনের বিভিন্ন প্রকাশনাসহ ১৩ জনকে আটক করা হয়।

সাহস২৪.কম/জুয়েনা/ আল মনসুর