রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৭, ১১:০১

অনলাইন ডেস্ক

রাজধানীর খিলগাঁওয়ে কথিত বন্দুকযুদ্ধে বিল্লাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

নিহত বিল্লাল আন্তজেলা ডাকাতদলের সদস্য ছিলেন বলে জানান পুলিশের খিলগাঁও বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাদিয়া জুঁই। বিল্লালের বিরুদ্ধে ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। এসব মামলার আসামি হিসেবে বিল্লাল গ্রেপ্তার ছিলেন বলে জানান তিনি।

খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় শুক্রবার ভোর রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

তার ভাষ্য, ডাকাতদের একটি দল অবস্থান করছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের দিকে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে বিল্লাল আহত হয়। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

খিলগাঁও থানা উপপরিদর্শক (এসআই) নাগেন্দ্র কুমার দাস জানান, ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় বিল্লালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করে।

ওসি বলছেন, ঘটনাস্থল থেকে একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছেন তারা। বিল্লালের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

সাহস২৪.কম/মশিউর