চাঁপাইনবাবগঞ্জ ৮ দফা দাবিতে দলিত ও বঞ্চিতদের সমাবেশ মানববন্ধন

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৩২

শ্মশানের জন্য দীর্ঘমেয়াদে জমি লিজ সহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মানববন্ধন, সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) বরাবর স্বারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার দুপুরে সংগঠনের উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের প্রধান উপদেষ্টা সাংবাদিক শরিফুল ইসলাম, সহসভাপতি বিজয় কুমার শীল, সুমিতা দেবী, সাধারণ সম্পাদক সুবল কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক অরুন কুমার কর্মকার, কোষাধ্যক্ষ রাজকুমার কর্মকার, ইউপি সভাপতি লালচান কর্মকার প্রমুখ।

বক্তরা, ভোলাহাটে দলিত ও বঞ্চিতদের কোন শ্মশানঘাট না থাকার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। পরে ৮ দফা দাবী পূরণসহ উপজেলায় জরুরীভাবে একটি শ্মশানঘাট তৈরীর দাবীতে ইউএনও বরাবর স্বারকলিপি দেওয়া হয়।

সাহস২৪.কম/রিয়াজ