‘নিউ-জেএমবির প্রতিষ্ঠাতা আবদুস সামাদ আটক’

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৭, ১০:৪৮

অনলাইন ডেস্ক

নিউ-জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রতিষ্ঠাতাদের একজনকে আটকের দাবি করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে মহাখালী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে এক খুদে বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসির) পক্ষ থেকে দাবি করা হয়, নিউ-জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা আবদুস সামাদ ওরফে আরিফ মানু ওরফে আশিককে আটক করা হয়েছে।

এ ছাড়া আরো দুজনকে আটকের তথ্য দিয়ে সিটিটিসি দাবি করেছে, তাদের কাছ থেকে একটি পিস্তল, পাঁচটি গুলিসহ  বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তাদের গতকাল বুধবার রাতে মহাখালী এলাকা থেকে আটক করা হয়েছে।

বেলা ১১টায় এ ব্যাপারে বিস্তারিত জানাবে সিটিটিসি।

সাহস২৪.কম/আল মনসুর