রসিক নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ সত্য নয়: সিইসি

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৭, ১৭:৪০

অনলাইন ডেস্ক

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটদানে বাধা দেয়ার বিষয়ে বিএনপির আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। 

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা এবং বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে বলে বেলা ১১টার পর ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে বিএনপি। 

সিইসি বলেন, ‘ভোটাররা কোনো ধরনের অভিযোগ করেননি। গণমাধ্যমও কাজ করছে। ভোটদানে বাধা দেওয়ার কোনো অভিযোগ আসেনি।’

তিনি বলেন, ‘আমরা স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ করেছি ভোটকেন্দ্রে কোনো অভিযোগ নেই। তাই, অভিযোগটি সত্য বলে মনে হয় না।’

নির্বাচনের সামগ্রীক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে নূরুল হুদা বলেন, ‘নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের সতর্ক ছিল। ইভিএম ব্যবহারে কোনো সমস্যা দেখা যায়নি। ইভিএম ব্যবহারকারী ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।’

নূরুল হুদা বলেন, ‘সামান্য পরিসরে পরবর্তী স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করার একটি পরিকল্পনা আছে আমাদের। তবে, আসন্ন জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না।’

সাহস২৪.কম/আল মনসুর