সাভারে মৃত গরুর মাংস বিক্রি, গ্রেপ্তার ২

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৮, ১৭:২৬

অনলাইন ডেস্ক

ঢাকার সাভারে মরা গরুর মাংস বিক্রির সময় দুই ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গ্রেপ্তারকৃত হলেন- কালাম (৩২) ও ওমর ফারুক (৩৫)।

৬ জানুয়ারি (শনিবার) সকালে সাভার কাচা বাজারে রাজু গোস্ত বিতান থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ জানায়, সকালে সাভার বাসস্ট্যান্ডে মাছ বাজারের ভেতরে মরা গরু জবাই করে বিক্রি করার সময় স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়। এসময় দোকান মালিক রাজু পালিয়ে যায়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, তাদের বিরুদ্ধে কোনো পক্ষ থেকে মামলা করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। 

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর