দগ্ধ স্কুলশিক্ষিকার মৃত্যু

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৮, ১৭:৪৫

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে অগ্নিদগ্ধ হয়ে ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা খায়রুন্নেছা এলিজা (৫৮) অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন। 

চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১২ জানুয়ারি (শুক্রবার) দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্কুল শিক্ষিকা খায়রুন্নেছা এলিজার বাড়ি বাজিতপুর উপজেলার ভাগলপুরে।

এর আগে গত ৮ জানুয়ারি (সোমবার) ভোরে ভৈরবের চণ্ডিবের এলাকার ভাড়া বাসায় গ্যাসের চুলায় পানি গরম করতে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্র জানায়, খায়রুন্নেছা এলিজা ভৈরবের চণ্ডিবের এলাকার ভাড়া বাসায় একা থাকতেন। ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিদ্যালয়ে সুদীর্ঘ ২৭ বছর ধরে শিক্ষকতা করে আসছেন।

সাহস২৪.কম/জুয়েনা/মশিউর