নাফ নদীতে জাহাজ আটকা, পর্যটকদের উদ্ধার

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৮, ১১:১১ | আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮, ১১:৩৫

অনলাইন ডেস্ক

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী এলসিটি কাজল নামের পর্যটকবাহী একটি জাহাজ নাফনদীতে আটকা পড়েছে।  ইঞ্জিন  বিকল হয়ে যাওয়ায় ১৫ জানুয়ারি (সোমবার) বিকেলে জাহাজটি আটকা পড়ে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন, বিকেলে সেন্টমার্টিন থেকে  টেকনাফ ফেরার সময় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াস্থ নাফ নদীতে জাহাজটি আটকা পড়ে।

ইউএনও জানান, সেন্টমার্টিন থেকে পর্যটক নিয়ে ফেরার সময় জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। যে এলাকা দিয়ে  জাহাজটি আসবে সেটি মিয়ানমারের জলসীমানায়। তাই পর্যটকেরা যাতে আতঙ্কিত না হয় তাই সেখানে কোস্টগার্ড রয়েছে।  পর্যটকদের উদ্ধার করতে টেকনাফ থেকে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে অপর একটি জাহাজ এলসিটি  কুতুবদিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়। সব পর্যটককে নিয়ে এলসিটি কুতুবদিয়া রাত পৌনে ১০টায় টেকনাফ ঘাটে এসে  পৌঁছায়।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর