ডিএনসিসি নির্বাচন নিয়ে সরকারের নির্দেশনা পেলে কাজ শুরু করবো: অ্যাটর্নি জেনারেল

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:১২

অনলাইন ডেস্ক

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, ‘ডিএনসিসি উপ-নির্বাচন বিষয়ে এখনও সরকারের কোনও নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলেই আমি পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে কাজ শুরু করবো।’ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচন অনুষ্ঠানে হাইকোর্টের তিনমাসের স্থগিতাদেশ বন্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তার এই আহ্বানের বিষয়ে জানতে চাওয়া হলে অ্যাটর্নি জেনারেল ওই কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি। আইনজীবীদের সঙ্গে কথা বলছি।’ তিনি আরও বলেন, ‘স্থগিতাদেশের মাধ্যমে মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হলো। ভোটের অধিকার খর্ব হলো। সিটি করপোরেশনের মতো একটি প্রতিষ্ঠান নির্বাচিত প্রতিনিধিদের ছাড়া চালিয়ে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা সরকারের নীলনকশা। হাইকোর্টের রায় শেষ কথা নয়। সরকার যদি পাল্টা আইনি উদ্যোগ না নেয় তাহলে বুঝতে হবে, ‍মূলত তারা জনগণকে ফেস করতে চাচ্ছে না। সরকার চায় না বলেই নানা ফন্দিফিকির করে নির্বাচন বানচাল করছে।’

সাহস২৪.কম/আল মনসুর