‘হাওরবাসীর দুঃখ ঘোচাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ’

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১০

অনলাইন ডেস্ক

পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, হাওরবাসীর দুঃখ ঘোচাতে সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশনায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। গেল বছরের মতো এ বছর যাতে ফসল হানি না ঘটে। সেই লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

১০ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে সুনামগঞ্জের পাগনা হাওর পাড়ে এক কৃষক সমাবেশে পানি সম্পদ মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, হাওর বাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। আল্লাহর উপর ভরসা রাখুন। আমরা আস্থার সঙ্গে কাজ করে যাবো।

এসময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মদ খান ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/ জুয়েনা/আল মনসুর