বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নুরা নিহত

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২০

অনলাইন ডেস্ক

রাজধানীর বাড্ডায় জনতার হাতে আটক হওয়া সন্ত্রাসী নুর ইসলাম নুরা ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

১৮ ফেব্রুয়ারি (রবিবার) ভোর পৌনে ৪টায় বাড্ডার সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে ১৭ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে মেরুল বাড্ডার মাছের আড়তে বাদশাকে গুলি করে হত্যার সময় জনতা ধাওয়া করে নুরাকে অস্ত্রসহ আটক করেন।

বাড্ডা থানার এএসআই সামসুল হক জানান, ১৭ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ১টায় রাজধানীর মেরুল বাড্ডার মাছ বাজার এলাকায় আবুল বাসার বাদশা (৩২) নামের এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যাচ্ছিলেন নূরা। এ সময় জনতার সহায়তায় হাতিরঝিল থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। তবে পালিয়ে যায় অন্য সহযোগীরা।

এএসআই সামসুল আরও জানান, শনিবার রাতে নূরাকে সঙ্গে নিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল পালিয়ে যাওয়া অন্য সন্ত্রাসীদের ধরতে অভিযানে গেলে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে নূরা গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ১৮ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৬টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর