বাকলিয়ায় দুই শতাধিক কাঁচাঘর পুড়ে ছাই

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৫

অনলাইন ডেস্ক
ফাইল ফটো

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার মিয়াখান নগর এলাকায় আগুনে তিন ব্যক্তির মালিকানাধীন দুই শতাধিক কাঁচা ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে লামারবাজার, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিন ব্যক্তির মালিকানাধীন প্রায় ২০৭টি কাঁচা ঘর পুড়ে গেছে। 

এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

সাহস২৪.কম/জুয়েনা