শ্লীলতাহানির দায়ে কিশোরের কারাদণ্ড

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১০

অনলাইন ডেস্ক

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আফজাল শরীফ (১৮) নামে এক বখাটে কিশোরকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

২৪ ফেব্রুয়ারি (শনিবার) সকালে উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল বখাটে আফজালকে এ সাজা দেন।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম  জানান, শনিবার সকালে উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী ঢুকছিল। এসময় শরীফ নামে এক বখাটে কিশোর ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করলে অন্য পরীক্ষার্থী এবং কেন্দ্রে দায়িত্বরত পুলিশ শরীফকে আটক করে। 

শরীফকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সে দোষ স্বীকার করায় আদালত তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেন। পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি রুহুল আলম।

দণ্ডপ্রাপ্ত আফজাল শরীফ উপজেলার ভবানীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। 

সাহস২৪.কম/জুয়েনা