নাটোরে অস্ত্র মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

প্রকাশ | ১৮ মার্চ ২০১৮, ১৭:৪৪

অনলাইন ডেস্ক

নাটোরে অস্ত্র মামলায় জেএমবি সদস্য রাসেল আহম্মেদ ওরফে তামিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর আসামি মোজাম্মেলকে খালাসের আদেশ দেয়া হয়।

আজ রবিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুজ্জামান এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের মো. ইউনুস আলীর ছেলে। আর খালাসপ্রাপ্ত মোফাজ্জল নওগাঁর আত্রাই উপজেলার চকবিষ্টুপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে আব্দুস সাত্তারের ছেলে।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ১৪ জুলাই নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৫। এ সময় রাজশাহীগামী একটি হিউম্যান হলারে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, কার্তুজ এবং জিহাদি বই ও টাকাসহ জেএমবি সদস্য রাসেল আহম্মেদ ওরফে তামিম এবং মোজাম্মেল হককে আটক করে।

সাহস২৪.কম/রনি/আল মনসুর