খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করবে দুদক

প্রকাশ | ২০ মার্চ ২০১৮, ১৩:২৪

অনলাইন ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড আরও বাড়াতে হাইকোর্টে আপিল করবে দুর্নীতি দমন  কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ মার্চ) সকালে এ তথ্য জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

এসময় তিনি বলেন, বয়স, শারীরিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় খালেদা জিয়াকে বিচারিক আদালত কম সাজা দিয়েছেন। এ  রায়ে দুদক সংক্ষুব্ধ। তাই এ মামলায় সাজা বৃদ্ধি চেয়ে আপিলের সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে  স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই ওই দিন বিকালে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয়  কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।

সাহস২৪.কম/রনি/মশিউর