সুরমা নদীর ভাঙনে ছাতক-দোয়ারা সড়ক বন্ধ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৮, ১৫:২৭

নুর উদ্দিন

সুরমা নদীর অব্যাহত ভাঙনে ছাতক-দোয়ারাবাজারের একমাত্র সড়ক যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পর্যায়ের একটি টিম ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।

জানা যায়, গত ১০দিন ধরে নদীর ভাঙনে একটু একটু করে সড়কটি নদীগর্ভে চলে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি। গত বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে দোয়ারাবাজারের মংলারগাঁও গ্রামের পাশের মাস্টার পাড়া এলাকায় সড়কের বড় অংশ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর আগে বিলীন হয়েছে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কটি। সুরমা নদীর ভাঙনে মংলারগাঁও, মাজেরগাঁও, মুরাদপুর, মাছিমপুরের প্রায় শতাধিক পরিবার ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙ্গন এলাকা পরিদর্শন করে জরুরী ভিত্তিতে বরাদ্দ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে বলেছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত