সেবা নিতে আর সরকারি দপ্তরে আসতে হবে না : জয়

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৮, ১০:৩৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৮, ১২:১৩

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ সরকারের অনেক পরিকল্পনা। দেশের সরকারি যত সেবা আছে, তা দেশের সব মানুষের হাতের মধ্যে পৌঁছে দেব, ঘরে ঘরে পৌঁছে দেব। দেশের মানুষকে আর সরকারি দপ্তরে আসতে হবে না। এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন।  বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কল সেন্টার ৩৩৩ (ট্রিপল-থ্রি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘সরকারি তথ্য ও সেবা সবসময়’ স্লোগানকে সামনে নিয়ে এই কল সেন্টার চালু হল। এখন থেকে সরকারি বিভিন্ন তথ্য সেবা, কর্মকর্তাদের তথ্য, বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার এবং পর্যটন ও জেলা সম্পর্কিত যে কোনো তথ্য যে কোনো সময় দেশ ও দেশের বাইরে থেকে ট্রিপল থ্রিতে ফোন করে পাওয়া যাবে।

সাহস২৪.কম/আল মনসুর