নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৮, ১৪:০৮

অনলাইন ডেস্ক

কাল বাংলা নববর্ষ। আর এ দিনটি সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিশ্বের সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। 

শনিবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছর শুরু হবে। দিনটি বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক-বাহক। মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে দিনটি পালন করবে বাঙালিরা।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন জে. সুলিভান এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও আমেরিকার মানুষদের পক্ষ থেকে  আমি সারা বিশ্বের বাঙালিদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ, ভারতসহ সারাবিশ্বের যত মানুষ আজ নববর্ষ বরণে এক  হয়েছেন তাদের সবাইকে আমরা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।

বিবৃতির শেষে রোমান হরফে শুভ নববর্ষও লেখা হয়েছে।

এ ছাড়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য দেশটিতে বসবাসকারী বাংলাদেশি কমউনিটিদের ধন্যবাদ  জানানো হয় বিবৃতিতে। এই কমিউনিটির প্রত্যেকের ভবিষ্যতের মঙ্গল কামনাও করা হয়েছে বিবৃতিতে।

সূত্র : ডিএনএ