কেরানীগঞ্জে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ | ০৪ মে ২০১৮, ১৮:১৩

অনলাইন ডেস্ক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। আটক হওয়া ব্যক্তিরা হলো মো. ইমরানুল হক ও সাইদুল ইসলাম।

শুক্রবার (৪ মে) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার সি ব্লকের ১৭/১৮ নম্বর বাড়ি থেকে ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়।

ডিএনসির গুলশান সার্কেল ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবু বাজার ব্রিজের ঢালে (কেরানীগঞ্জ অংশ) অভিযান চালানো হয়। এ সময় দুজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের ওই বাসায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হওয়া দুজন টেকনাফ থেকে ইয়াবার চালান রাজধানীতে এনে বেচতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।