গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আপিল শুনানি চলছে

প্রকাশ | ১০ মে ২০১৮, ১২:২২

অনলাইন ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিতের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও  দুই মেয়র প্রার্থীর করা আবেদনের ওপর শুনানি চলছে।

আজ বৃহস্পতিবার (১০ মে) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।

আদালতে ইসির পক্ষে রয়েছেন মো. ওবায়দুর রহমান (মোস্তফা)। হাসান উদ্দিন সরকারের পক্ষে জয়নুল আবেদীন, জাহাঙ্গীরের পক্ষে এ এম আমিন উদ্দিন এবং রিটকারী সুরুজের পক্ষে রয়েছেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

বুধবার আপিল বিভাগে দুই মেয়র প্রার্থীর স্থগিত আবেদন দুটিও শুনানির জন্য আসে। ইসির আইনজীবী ওবায়দুর রহমান মোস্তফা বলেন, তিনটি আবেদনের শুনানি একসঙ্গে হলে ভালো। এ পর্যায়ে আদালত বলে, আপনারা এত দেরি করেছেন কেন? ইতোমধ্যে অন্যরা আবেদন করে ফেলেছে। আইনজীবী বলেন, ওকালতনামা মঙ্গলবার পেয়েছি। এজন্য সময় লাগছে। এরপরই আদালত আজ শুনানির জন্য দিন ধার্য করে দেন।

সাভার উপজেলা আওয়ামী লীগের নেতা ও শিমুলিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ সিটি নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার হাইকোর্ট গাজীপুর সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে। পাশাপাশি ঘোষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

সাহস২৪.কম/আল মনসুর