চবির শাটল ট্রেন অবরোধ

প্রকাশ | ১৪ মে ২০১৮, ১০:৫৩ | আপডেট: ১৪ মে ২০১৮, ১২:১১

অনলাইন ডেস্ক

প্রজ্ঞাপন জারির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে আন্দোলনকারীরা।

সোমবার (১৪ মে) নগরীর ষোলশহর স্টেশনে সকাল সাড়ে ৭টার দিকে শাটল ট্রেন আটকে দেয় তারা।

কোটা আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন জানান, আজ  সকালে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করা হয়। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই কর্মসূচি পালন করছি। কোটার বাতিলের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

ষোলশহর স্টেশন মাস্টার শাহাবউদ্দিন বলেন, সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া শাটল ট্রেন ষোলশহর স্টেশনে পৌঁছালে আন্দালনকারীরা আটকে দেয়। ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, তাদের বুঝিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। স্টেশন চত্বরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা আমাদের অনুরোধ মানছেন না।

সাহস২৪.কম/রনি/মশিউর