৮ জুনের মধ্যে মহাসড়ক মেরামত শেষ করুন : কাদের

প্রকাশ | ১৯ মে ২০১৮, ১৩:৫৬ | আপডেট: ১৯ মে ২০১৮, ১৭:২৮

অনলাইন ডেস্ক

ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া পবিত্র ঈদুল ফিতরের আগে সারা দেশে মহাসড়ক মেরামত কাজ আগামী ৮ জুনের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

আজ শনিবার (১৯মে) সকাল ১০টায় গাজীপুরের চন্দ্রায় ঢাকা-গাজীপুর মহাসড়ক পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ঈদের তিনদিন আগে থেকে মহাসড়কে ভারি যানবাহন বিশেষ করে ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া ভারি মালামাল রড, সিমেন্ট ও পাথরও পরিবহন করা যাবে না। 

বর্ষাকালে বাস র‌্যাপিড ট্রানজিট নির্মাণ কাজের খোঁড়াখুঁড়ির কাজ না করতে নিদের্শ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, খোঁড়াখুঁড়ির কাজ ছাড়া আরও অনেক কাজ আছে সেই কাজগুলো বৃষ্টি বাদলের সময় করবেন। রাস্তায় ড্রেন খোঁড়াখুঁড়ির কাজ এখন করা হলে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে। আপাতত এগুলো বন্ধ থাকবে। 

‘এছাড়া আগামী ৮ জুনের মধ্যে সারা দেশের মহাসড়কের মেরামতের কাজগুলো যে কোনো মূল্যে সচল করতে হবে।’