জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন আজ

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ১০:৫১ | আপডেট: ১৮ জুলাই ২০১৮, ১০:৫২

অনলাইন ডেস্ক

দুই দিনের সফরে আজ বুধবার (১৮ জুলাই) ঢাকায় আসছেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়েলস আনেন। বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে ই-পাসপোর্ট বিষয়ক চুক্তি স্বাক্ষরের জন্য এ সফরে আসছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এতে জার্মান পররাষ্ট্র প্রাতমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকছেন।

একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।

তার সফরের মূল উদ্দেশ্য চুক্তি স্বাক্ষর হলেও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি আলোচনা করবেন।

সাহস২৪.কম/আল মনসুর