কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

প্রকাশ | ২১ জুলাই ২০১৮, ১২:৫৭

অনলাইন ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ঘিনাগাজী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদর থানার দীঘুনিয়া গ্রামের বানছারাজ সুত্রধরের ছেলে স্বপন কুমার সূত্রধর এবং পাবনার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের জিন্দার আলীর ছেলে আসাদ মল্লিক।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেন জানান, ঢাকামুখী ফরিদপুর এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাস ঘিনাগাজী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে যাত্রী স্বপন ও আসাদ নিহত হন এবং বাস চালক ও তার হেলপারসহ ২০ জন আহত হন।

আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে এসআই বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।