চট্টগ্রাম পুলিশের সদর দপ্তরে আগুন

প্রকাশ | ২৩ জুলাই ২০১৮, ১২:২৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর লালদিঘীর পাড়স্থ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে আগুন লেগেছে।

সোমবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সাড়ে ১১টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, সোমবার সকাল সোয়া ১১টার দিকে লাল দীঘি পাড়ে নগর পুলিশের সদরদপ্তরে গোয়েন্দা কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়েই আমাদের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের ঊর্দ্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থলে আছেন।

কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হল সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সদস্যরা। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগর গোয়েন্দা কার্যালয়ের চার পাশে ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায়। এর পর আগুন জ্বলতে দেখা যায়। এই কার্যালয়ে চট্টগ্রামের বহু গুরুত্বপুর্ণ ও চাঞ্চল্যকর মামলার নথিপত্র রয়েছে। আগুন থেকে এসব নথি রক্ষা করা কিংবা গুরুত্বপূর্ণ কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়েছে কি না, এ ব্যাপারে কিছু জানা যায়নি।