রাজশাহীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, স্কুলছাত্রীসহ তিনজন নিহত

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ১৪:৩১ | আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ১৬:১১

অনলাইন ডেস্ক

রাজশাহীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেলে স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওদাপাড়া ভাড়ালিপাড়া এলাকার রুস্তম আলীর মেয়ে ও শাহমখদুম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আনিকা খাতুন (১৩), সপুরা ম্যাচ ফ্যাক্টরি মোড় এলাকার টিংকু (৩০) ও সবুজ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অ্যারো বেঙ্গল পরিবহনের বাসটি শিরোইল বাসট্যান্ড থেকে নওদাপাড়ায় আসার সময় নিয়ন্ত্রণ হারায়। অটোরিক্সা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফুটপাতের একটি দোকানে ঢুকে পড়ে বাসটি। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী টিংকু, সবুজ ও স্কুলছাত্রী অনিকা নিহত হয়।

আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে আসমত নামে একজনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় বিক্ষুব্ধ জনতা তাদের জানান, দুর্ঘটনার সময় বাসটির চালকের আসনে ছিল হেলপার। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন প্রশাসনের কর্তাব্যক্তিরা।