ইভিএম চালুর চেষ্টা চলছে: নির্বাচন কমিশনার

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৮, ১৪:৫৩

অনলাইন ডেস্ক

জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

রবিবার (২৬ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান। বৈঠক আগামী ৩০ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়।

রফিকুল ইসলাম বলেন, বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। আমরা নির্বাচনে ইভিএম প্রবর্তনের চেষ্টা করছি।  আগামী ৩০ আগস্ট বৈঠক আবার বসবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, কমিশনে আরপিও সংশোধনের সিদ্ধান্ত অনুমোদন হলে তা ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে যাবে। পরে মন্ত্রিসভায় অনুমোদনসহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে তা সংসদে পাস হবে। সব প্রক্রিয়া শেষ করে আইন পাস করা না গেলে বিদ্যমান আইনে নির্বাচন হবে বলে তিনি জানান।