অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার: অর্থমন্ত্রী

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৮, ১৮:০১

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকার অক্টোবরে গঠন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে কতজন সদস্য থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, নো আইডিয়া।

বুধবার (২৯ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আমার ধারণা অক্টোবরে হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। ডিসেম্বরে তো নির্বাচন। তার তিন মাস আগে অন্তর্বর্তীকালীন সরকার হতেই হয়।

আপনি সরকারে আর কতদিন আছেন এ বিষয়ে মুহিত বলেন, আমি আছি, মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত আছি। সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারেও আমি থাকব।