১০টি চোরাই গাড়ি সহ সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৪

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

গ্রেপ্তারকৃতরা হল-মোঃ লোকমান হোসেন (২৫), মোঃ নিয়ামুল শরিফ (২৫), মোঃ শেখ জামাল (২২), মোঃ আব্দুর রসিদ মৃধা(২০), মোঃ রাব্বি সিকদার(১৯), মোঃ শাহ্আলম(৫২), ও মোঃ মাহাবুব সিকদার(৪৭)।

১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ বিকাল ৩.০০টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত রাজধানীর মিরপুর, ডেমরা ও শ্যামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি ও ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর এর  বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে গাড়ি চুরি করে এবং চোরাই গাড়ি কেনা-বেচা করে আসছে। চোরাইকৃত গাড়িগুলি তারা বিভিন্ন পেশার লোকজনদের কাছে নকল কাগজপত্র সহ বাজার মূল্যের কম দামে বিক্রি করে থাকে। এক্ষেত্রে তারা অন্য একটি প্রতারক গ্রুপ যারা বিআরটি এর কর্মকর্তাদের সীল স্বাক্ষর জালিয়াতি করে নকল কাগজপত্র তৈরি করে থাকে তাদের সহায়তা নেয়।

ডিবি সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তথ্য নিয়ে বিআরটিএ এর নকল কাগজ সরবরাহকারী প্রতারক গ্রুপদের গ্রেপ্তারের চেষ্টা চলছে একই সাথে বিক্রিকৃত চোরাই মোটর সাইকেল উদ্ধার অভিযান অব্যহত আছে।

উদ্ধারকৃত চোরাই গাড়ির ইঞ্চিন ও চেসিস নম্বর:-

ঢাকা মেট্রো- খ-১১-৪৯০৫ চেসিস নং- EE96-0054497, একটি সিএনজি যাহার রেজিনং ঢাকা মেট্রো-থ-১৩-৬০৯৯ চেসিস নং- A80808, ইঞ্জিন নং- A22WHM27137 ও ৮টি চোরাইমোটরসাইকেল ১) ঢাকা মেট্রো- ল-২১-৪৮৯৫  (পালসার),  চেসিস নং- MD2D36EZ1CCG32168, ইঞ্জিন নং- DHBVB47032 ২) ঢাকা মেট্রো-হ-১৫-৫২২৩ নীল কালো  (ইয়ামাহা) চেসিস নং-36L-902705, ইঞ্জিন নং 36L9027,  ৩) ঢাকা মেট্রো-হ-২২-৫৯৭০ ফ্রিডম মোটর সাইকেল চেসিস নং- MD734CAKRF3006607, ইঞ্জিন নং- E60F3006235, ৪) ঢাকা মেট্রো-ল-২৪-০৩০৬ হলুদ কালো রং এর (এফজেড)  চেসিস নং- 2CL31405451, ইঞ্জিন নং- 2CL3002314  ৬) ঢাকা মেট্রো-ল-২১-৭৮৬০ (ডিসকভার) চেসিস নং- MD2DSJNZZSCG94685  ইঞ্জিন নং JNGBSJ44702, ৭) ঢাকা মেট্রো-ল-১৩-৮২৪৯ কালো রং এর (পালসার) চেসিস নং- MD2A11CZ3DCD11201, ইঞ্জিন নং- DHZWDC03790, ৮) ঢাকা মেট্রো-ল-১০-৭৮৪৩ নীল কালো রং এর (পালসার), চেসিস নং- DHVBLG71571560, ইঞ্জিন নং- DHGBLG67236।