মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৮, ১১:০০

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে মানব পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সখীপুর পৌরসভার সৌখিনমোড় এলাকার মৃত মোজাফ্ফর আলীর ছেলে মজিবুর রহমান (৬০), পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আলতাব হোসেন আল-আব্বাসীর ছেলে নাসির আহম্মেদ আব্বাসী (২৪) এবং ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকার মৃত সাগর আলীর ছেলে শাহজাহান আলী (৩৫)।

শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফুল কবীর বলেন, শুক্রবার রাতে আনিসুর রহমান সখীপুর থানায় এসে একটি অভিযোগ দেন। পুলিশ অভিযোগ পেয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য।

শনিবার আনিসুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শনিবার তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে বাকিদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে। 

তিনি আরো বলেন, প্রায় ৬ মাস আগে অভিযুক্তরা গাজীপুর পৌর এলাকার আনিসুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৩০) কে ১২ লাখ টাকার বিনিময়ে অস্ট্রেলিয়া পাঠায়। সেখানে নেওয়ার পর তাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে আরও ৪ লাখ টাকা দাবি করছে একটি চক্র। গত একমাস ধরে হারুনুর রশিদকে তার পরিবারের সাথে ফোনে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না। পরে এ ঘটনায় হারুনুর রশিদের বাবা থানায় এসে অভিযোগ দেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত