পুলিশের আরো ১৭৫ সদস্য করোনা পজিটিভ

প্রকাশ : ১৮ মে ২০২০, ১১:৪৩

সাহস ডেস্ক

দেশে বাড়ছে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে বাংলাদেশ পুলিশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৫৭ সদস্য। এর ভেতরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। তবে গতকাল সর্বোচ্চ ২৪১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।

শনিবার (১৬ মে) রাতে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র এই তথ্য জানান।

পুলিশ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পুলিশের আরো ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে গতকাল এই সংখ্যা ছিল সর্বোচ্চ ২৪১ জনে। একদিনে এটাই সর্বোচ্চ পুলিশ সদস্য আক্রান্তের সংখ্যা। এর আগে ১১ মে একদিনে সর্বোচ্চ ২০৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত মোট ১৭৫ জনের ভেতরে শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯৫ জন সদস্য রয়েছেন বলে জানা গেছে। ডিএমপিতেই মোট আক্রান্ত হাজারের বেশি বলে জানা গেছে।

এদিকে ডিএমপি সূত্র জানায়, রবিবার (১৭ মে) সকাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের এক হাজার ৯৫ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন সাত জন। শনিবার (১৬ মে) চট্টগ্রাম নগর পুলিশের সদস্য কনস্টেবল মো. নঈমুল হক (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। এ নিয়ে মোট আট পুলিশ সদস্য করোনায় প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে রবিবার (১৭ মে) সকাল পর্যন্ত সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৫৭ জন পুলিশ সদস্য। কোয়ারেন্টিনে আছেন তিন হাজার ১৯৭ জন। আইসোলেশনে আছেন এক হাজার ১৮১ জন পুলিশ সদস্য।

রবিবার (১৭ মে) পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় সুস্থ হয়ে ফিরেছেন আরও ৪৬ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে রবিবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত