মানব পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের এমপি কুয়েতে গ্রেপ্তার

প্রকাশ | ০৭ জুন ২০২০, ১৯:৪৮ | আপডেট: ০৮ জুন ২০২০, ০৯:১৭

অনলাইন ডেস্ক

মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম কুয়েতে গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল কালাম।

শনিবার (৬ জুন) রাতে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এমপি শহিদকে গ্রেপ্তার করে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, কেন তাকে গ্রেপ্তার করা হলো জানার চেষ্টা করছি। শহীদের বিরুদ্ধে কোনো মামলা থাকার কথা দূতাবাসের জানা নেই বলেও জানান রাষ্ট্রদূত।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থ ও মানবপাচার এবং ভিসা জালিয়াতির অভিযোগে কুয়েতে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় মোট তিনজন জড়িত ছিল বলে তখন খবর পাওয়া যায়। বাকি দুজন পালিয়েছিলেন। ওই দুজনের একজন শহীদ ইসলাম পাপুল ছিলেন বলে গুঞ্জন রয়েছে।

রাষ্ট্রদূত আবুল কালাম আরও বলেন, পাপুলকে গ্রেপ্তারের বিষয়ে কুয়েতের সিআইডি বাংলাদেশ দূতাবাসকে এখনও পর্যন্ত কোনো তথ্য দেয়নি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে -কিনা খোঁজ নেয়া হচ্ছে।