আজিজুল হাকিম করোনামুক্ত: বাসায় ফিরেছেন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২০, ১৩:৫৪
সাহস ডেস্ক
অবশেষে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন অভিনেতা আজিজুল হাকিম। ৬১ বছর বয়সী এই অভিনেতা আজ বুধবার (২৫ নভেম্বর) হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন। তার স্ত্রী জিনাত হাকিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আজিজুল হাকিম করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ বাসায় ফিরেছেন। ছেলেসহ আমি ও হাকিম করোনায় আক্রান্ত হয়েছিলাম। আমরা দুজন বাসায় থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি। তবে হাকিমের শারীরিক অবস্থা খারাপ ছিলো।'