এমপির ড্রাইভার ও ট্রাকচালকের হাতাহাতি, ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের যান চলাচল বন্ধ

প্রকাশ | ১৩ মার্চ ২০২১, ১৪:৩০

অনলাইন ডেস্ক

শ্যামগঞ্জ এলাকায় দুই চালককে মারধরের ঘটনায় ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এতে রাস্তার দু’পাশে হাজার হাজার বাস-ট্রাক আটকে ভোগান্তির সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) রাত ২টার পর থেকে যানচলাচল বন্ধ রয়েছে।

ঘটনাটির সমাধানের চেষ্টা চলছে জানিয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে গাড়ির সাইড দেয়া নিয়ে নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতিকের গাড়িচালক ও এক ট্রাকচালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে রাত ২টার দিকে পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে দেয়। রাস্তার দু’পাশে বিভিন্ন ধরনের যান আটকে থাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

পরিবহন শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।