স্বাস্থ্যবিধি না মানায় ৩০ জনকে অর্থদন্ড

প্রকাশ | ০২ এপ্রিল ২০২১, ০২:০৫

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যবিধি না মানায় জেলায় ৩০ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় এলাকা, শহরের উমেদ নগর সিএনজি স্ট্যান্ড ও বানিয়াচং উপজেলার নতুন বাজার এলাকায় এই জরিমানা করেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শহরের জেলা প্রশাসের কার্যালয়ের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা ১১ জনকে ১ হাজার ১০০ টাকা, উমেদ নগর সিএনজি স্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনা খাতুন ১০ জনকে ২৫০ টাকা এবং বানিয়াচং উপজেলার নতুন বাজারের ৯ জনকে ৫০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান ঊর্মি।

আমিনা খাতুন জানান, অভিযানকালে জরিমানা আদায়ের চেয়েও সচেতনতা বৃদ্ধি করাই ছিল মূল উদ্দেশ্য। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।