ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদ

ডিমলায় নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ

প্রকাশ : ১৮ মে ২০২১, ১৯:২৩

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সেনাদের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় মানববন্ধন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নীলফামারী জেলা শাখা। 

১৭ মে (সোমবার) বিকেল ৫টায় জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারে জেলা বাসদের উদ্যোগে নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলা বাসদের আহ্বায়ক ইউনুছ আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, জেলা বাসদের সদস্য সচিব হামিদুল ইসলাম, সদস্য নিরঞ্জন রায়, জেলা ছাত্র ফ্রন্টের সংগঠক জাকির হোসেন প্রমূখ।

এ সময় বাসদ নেতৃবৃন্দ বলেন, গত রবিবার পর্যন্ত ইসরায়েলের নৃশংস হামলায় গাজায় প্রাণহানি বেড়ে প্রায় ২০০ জন দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৮জন শিশু রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত তাদের ১০ জন নিহত হয়েছে। তাই ইসরায়েল সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত