বাড়ির মেঝে থেকে ২টি গোখরা ও ৯২ ডিম উদ্ধার

প্রকাশ : ৩১ মে ২০২১, ০১:৪৫

সাহস ডেস্ক

পাবনা সদর উপজেলার মনোহরপুর বড়ব্রিজ সংলগ্ন খালপাড়ের একটি বাড়ি থেকে ২টি গোখরা সাপ ও ৯২টি সাপের ডিম উদ্ধার করা হয়েছে। ২টি বিষধর সাপের মধ্যে একটি পদ্ম গোখরা আরেকটি কাল গোখরা। দুটোই বিষধর সাপ।

শনিবার (২৯ মে) রাত ৯টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত অভিযান চালিয়ে সাপ ও ডিমগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা জুয়েল আহমেদ জানান, বিল্লাল হোসেনের স্ত্রী সাগরিকা শনিবার সন্ধ্যায় নিজ ঘরে কাজ করার সময় মেঝের গর্ত থেকে একটি বিষধর সাপকে মাথা বের করতে দেখেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশী ছুটে যান এবং বিষয়টি শুনে স্থানীয় ওঁঝা সৈয়দ আলীকে খবর দেন। খবর পেয়ে একই উপজেলার বয়রা কাশিনাথপুর থেকে ওঁঝা সৈয়দ আলী বিল্লাল হোসেনের বাড়িতে যান এবং রাত ৯টা থেকে ঘরের মেঝে খুঁড়ে সাপের সন্ধান শুরু করেন।

ওঁঝা সৈয়দ আলী জানান, টানা ৫ ঘণ্টা অভিযান চালিয়ে ২টি বিষধর গোখরা সাপ, বেশ কয়েকটি সাপের খোলস এবং তিনটি বাসা থেকে ৯২টি ডিম উদ্ধার করা হয়। এই সাপ দুটো ধরতে খুব বেগ পেতে হয়েছে।

তিনি বলেন, সাপ দুটো মাটির পাত্রে করে সংরক্ষণ করা হয়েছে। আর ডিমগুলো মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়। আমার ধারণা আরও একটি বিষধর সাপ ওই বাড়িতে আছে। কয়েকদিনের মধ্যে সাপ ধরতে আবারও অভিযান চালানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত