চট্টগ্রামে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৬, ১৮:১২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কে আর রিসাইক্লিং শিপইয়ার্ডে দুর্ঘটনায় রাজন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

সীতাকুণ্ড থানার এএসআই মুহিন উদ্দিন বলেন, ভোরে ইয়ার্ডে কাজ করার সময় পড়ে গিয়ে রাজন মাথায় আঘাত পান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, ভোর পাঁচটায় রাজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।