চাঁপাইনবাবগঞ্জ: বিল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ১৭:১৯

চাঁপাইনবাবগঞ্জ শহরে মালোপাড়া বিল ভরাট ও পানি নিষ্কাশন কালভার্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ আগস্ট) মালোপাড়া জোড়গাছি সড়কে এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বিল ভরাটে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ড্রেন নির্মাণ না করেই নদীর বালু দ্বারা বিল ভরাট করায় জলবদ্ধতা সৃষ্টিতে জনগণের ভোগান্তি হচ্ছে। এর নিরসন করতে হবে। এতে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কোথাও কোথাও পঁচা পানি জমে মানুষের রোগ বালাই বেড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় বলেন, এই বিলের মাধ্যমে বর্ষাকালে শহরের রাজারামপুর, নামোশংকরবাটি, আজাইপুর মহল্লার জমে যাওয়া অতিরিক্ত পানি মহানন্দা নদীতে নেমে যেত। বস্তা ফেলে কালভার্ট বন্ধ করায় যা এখন সম্ভব হচ্ছে না। এছাড়া ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষিকাজ। এ ব্যাপারে বারবার পৌরসভাকে জানালেও কোন প্রতিকার পাওয়া যায়নি বলেও জানান বক্তরা। বক্তরা এ সমস্যা সমাধানে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে ভরাটকারীদের একজন আবু সাইদ (৫২) বলেন, নিয়ম মেনেই ব্যাক্তি মালিকানাধীন বিল ভরাট করা হচ্ছে। এলাকার স্বার্থেই ড্রেন নির্মাণের জন্য জমি নির্ধারিত করে রাখা আছে। পৌরসভা কর্তৃপক্ষ পদক্ষেপ নিলেই ড্রেন নির্মাণ কাজ শুরু হবে।

এ বিষয়ে পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, ব্যাক্তি মালিকানাদীন বিল ভরাট করা হযেছে। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মইদুল ইসলাম, শাহীন আক্তার, মেহেদুল ইসলাম, আনোয়ার হোসেন হেজেল প্রমুখ।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত