রমেক হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ১২:২১

সাহস ডেস্ক

আজ সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা কিছু পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডের নাক-কান-গলা বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে রোগী ও স্বজনদের কয়েকজন আহত হয়েছেন।  আগুন লাগার সংবাদ ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগ্নি নিয়ন্ত্রণের কাজে হাত দেয় এবং দ্রুত সময়ে তা নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আফজালুর রহমান জানান, ৭ নম্বর ওয়ার্ডের নাক-কান-গলা বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কয়েকটি কক্ষ পুড়ে গেছে। আগুন লাগার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে রোগী ও স্বজনদের কয়েকজন আহত হয়েছেন।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ছালেহ উদ্দীন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার কম সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় ছয়টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত