ট্রাকচাপায় আটেরিকশার ৫ যাত্রী নিহত

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১০

অনলাইন ডেস্ক

কুমিল্লার মহাসড়কে ড্রাম ট্রাকচাপায় সিএনজিচালিত আটেরিকশার ৫ জন যাত্রী নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার আরো ২ আরোহী।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বুড়িচং উপজেলার কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বুড়িচং উপজেলার অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), অটোরিকশার যাত্রী দেবীদ্বারের সাইফুল ইসলাম (৩৩) ও আলমগীর হোসেন (২৭), বুড়িচংয়ের জহিরুল ইসলাম (৩৫) ও জালাল উদ্দিন (৩৭)। এই সময় আহত দু’জন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলালউদ্দিন জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, মালবোঝাই একটি নম্বরবিহীন ড্রাম ট্রাক পেছন থেকে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। নিহতরা সবাই পুরুষ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন। তাদের ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।