অভিযুক্ত পুলিশ সদস্য গ্রেপ্তার না হলে গণঅবস্থানের ঘোষণা

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২২, ১৯:১০

কপালে টিপ পরায় তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে প্রকাশ্যে গালি দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।

শনিবার (২ এপ্রিল) সকালের এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা।

ঘটনার প্রতিবাদে রবিবার (৩ এপ্রিল) ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

প্রতিবাদ কর্মসূচিতে অনলাইন অ্যাক্টিভিস্ট আকরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠক জীবনানন্দ জয়ন্ত, সাংবাদিক সাকিল আহমেদ (অরণ্য), যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম এবং জাসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানাসহ আরো অনেকে।

পরবর্তি কর্মসূচি ঘোষণায় অ্যাক্টিভিস্ট ও প্রকাশক রবিন আহসান বলেন- ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা না হলে, ঘটনাস্থল ফার্মগেট এলাকায় গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত