সুনামগঞ্জে সেতু দেবে যাওয়ায় মানুষের চলাচলে দুর্ভোগ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ১৬:১৬

নুর উদ্দিন, সুনামগঞ্জ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ডাক বাংলোর সামনের নলজুর নদীর ওপরের সেতুটি দেবে গেছে। ফলে সেতু দিয়ে যান ও পায়ে হেঁটে চলাচল বন্ধ করে দেয়া হয়েছে শনিবার (২৩ এপ্রিল) থেকে। জানা যায়, ১৯৮৭ সালে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদের অর্থায়নে সেতু নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সেতুর কাজ শেষ হলে ১৯৯৬ সালে উদ্বোধন করা হয়।
জগন্নাথপুর পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ জানান, ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে মালবাহী যানবাহনও চলাচল করছিল। এছাড়াও নলজুর নদী খননের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়।
জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা এমএ কাদির জানান, সেতুটি খুব গুরুত্বপূর্ণ। দ্রুত ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে।
উপজেলা প্রকৌশলী সোহরাব আহমদ জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। সেতু দিয়ে সব ধরনের চলাচল বন্ধ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ এ সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
সাহস২৪.কম/এসএ.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত