নদীভাঙ্গন এলাকায় ঈদ উপহার দিলেন অ্যাডভোকেট পিউলী

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ২১:১৪

ফরহাদ খান, নড়াইল

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের নদীভাঙ্গন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছেন অ্যাডভোকেট ফারাহানা রেজা পিউলী। শনিবার (৩০ এপ্রিল) দিনব্যাপী দেড় শতাধিক পরিবারের মাঝে এ ঈদ উপহার দেয়া হয়। পিউলী আইন পেশার পাশাপাশি নড়াইল জেলা আওয়ামী লীগ ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়া বাংলাদেশ মহিলা সমিতির যুগ্মসাধারণ সম্পাদক।

ঈদ উপহারের মধ্যে রয়েছে-পোলাওচাল, মুরগি, চিনি, দুধ ও সেমাই। এছাড়া নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ সামিউল হাসান শরফু, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন শেখ, সাবেক ইউপি সদস্য আনিচুর রহমান ধলু, সমাজসেবক বাকি বিল্লাহ, কৃষক সারেজান মোল্যা, জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক তৌফিক হাসান সোহানসহ অনেকে। 

এদিকে ফারহানা রেজা পিউলী লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামের অসহায় এক যুবককে আত্মনিভরশীল করতে ভ্যান কিনে দিয়েছেন। এছাড়া বাড়ীভাঙ্গা-হান্দলা সম্মিলিত হাফেজিয়া মাদরাসা নির্মাণকাজেও সহযোগিতা করেন।

অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলী বলেন, আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের বিত্তবানরা একে-অপরের পাশে দাঁড়ালে অসহায় মানুষেরা উপকৃত হবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত