ডিমলায় প্রকল্পে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২৮ মে ২০২২, ২১:১৩

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী

নীলফামারীর ডিমলায় পল্লীশ্রী আয়োজনে ইউনিয়ন পর্যায়ে প্রকল্পে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) দুপুরে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী ২০২১ প্রকল্প এই সভা বাস্তবায়ন করেন।

খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনের সভাপতিত্বে ও পল্লীশ্রীর ফিল্ড ফ্যাসিলেটেটর গোলাম মস্তফার সঞ্চালনায় এতে বক্তব্য দেন,খগাখড়িবাড়ি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মকবুল হোসেন, খগাখড়িবাড়ি ইউনিয়নের মেম্বার পাড়ার সোনালী জনসংগঠনের সভাপতি মহেচেনা আক্তার, জবা জনসংগঠনের সভাপতি জহুরা বেগম,নুপুর জনসংগঠনের সভাপতি বিউটি আক্তার প্রমূখ। এছাড়াও সভায় ৩০ জন সিবিও নেতা,বিট পুলিশ ও বিভিন্ন ওয়ার্ডে ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে এই সভা উপজেলার পুর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী ইউনিয়নে অনুষ্ঠিত হয়।